একীভূত হলো ওয়ার্নার মিডিয়া ও ডিসকাভারি

৯ এপ্রিল, ২০২২ ২২:৩০  
ওয়ার্নার মিডিয়া এবং ডিসকাভারির মধ্যে একীভূতকরণ সম্পন্ন হয়েছে। ‘ওয়ার্নার ব্রোস ডিসকাভারি’ নামের নতুন প্রতিষ্ঠান একটি স্ট্রিমিং চ্যানেলে এইচবিও ম্যাক্স এবং ডিসকাভারি প্লাসকে একীভূত করে সম্প্রচার করবে। খবর রয়টার্স। বিনোদন ও রিয়েলেটি প্রোগ্রামের সন্নিবেশের মাধ্যমে অপর প্রতিদ্বন্দ্বি প্ল্যাটফর্ম যেমন নেটফ্লিক্স ও ডিজনিপ্লাসের সাথে টক্কর দিতে ওয়ার্নার ব্রোস ডিসকাভারিকে সহায়তা করবে। একইসাথে দুইটি সেবাকে বান্ডল আকারে গ্রাহকদের কাছে দিতে পারবে নতুন কোম্পানিটি। ওয়ার্নারমিডিয়া সম্প্রসি সিএনএন প্লাস নামের আরেকটি স্ট্রিমিং সেবা চালু করেছে। একীভূতকরণের কিছু আগেই ওয়ার্নারমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেসন কিলার পদত্যাগের ঘোষণা দিয়েছে। তিনি ২০২০ সালের মে মাসে কোম্পানিতে দায়িত্ব গ্রহণ করেন। করোনা মহামারির মধ্যে এইচবিও ম্যাক্স এবং সিনেমা হলে ২০২১ সালে ওয়ার্নার ব্রোসের সিনেমা মুক্তির পিছনে সমালোচিত পরিকল্পনার মূল ভূমিকায় ছিলেন কিলার। ২০২১ সালের শেষ নাগাদ এইচবিও এবং এইচবিও ম্যাক্সে গ্রাহকের সংখ্যা সাত কোটি ৩৮ লাখে পৌঁছায়। এদিকে ওয়ার্নার ব্রোস ডিসকাভারিতে নতুন নেতৃত্ব আসছে। ডিসকাভারির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড জাসলাভ কোম্পানির পরিচালনায় নেতৃত্ব দেবেন। ডিবিটেক/বিএমটি